মেহেরপুর জেলা সমবায় বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে গভর্নেন্স ইনোভেশন সভা, মাসিক সমন্বয় সভা ও প্রকল্প সভা ও সদর উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ভুলেন্দ্রনাথ মৈত্রের অবসরজনিত বিদায় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা সমবায় কার্যালযয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এবং বিকেলে বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে।
জেলা সময় কর্মকর্তা জনাব প্রভাষ চন্দ্র বালার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমবায় দপ্তরের উপ সহকারী নিবন্ধক মো. এনামুল হক, গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহবুবুল হক মন্টু, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা সমবায় দপ্তরের পরিদর্শক জনাব মোঃ নুরুজ্জামান, প্রশিক্ষক মো. নুরুজ্জামান, সদর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. সাইফুর রহমান, অফিস সহায়ক মোছা: তানজু খাতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় দপ্তরের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার।