সমাজসেবা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক শহীদ সাদেক হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, পৌর কাউন্সিলর জাফর ইকবাল, সাংবাদিক রফিকুল আলম, এনজিও কর্মী মোশারফ হোসেন প্রমুখ। এদিকে এর আগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক মো: আতাউল গনি নেতৃত্বে শহরের ওয়াবদা সড়ক থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে সরকারি শিশু পরিবারে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।
-নিজস্ব প্রতিনিধি