মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ” শীর্ষক প্রচার কর্মসূচির আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে মেহেরপুর পিটিআই সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাল্য বিবাহ না দেয়ার শপথ নেন নারীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম।
এছাড়াও গুজবে কান না দেয়া ও মাদককে না বলার ও শপথ নেন তারা।
পিটিআই সপারিনটেন্ডেন্ট এস এম সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করে জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ কে এম শফিউল আযম, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি বলেন, জীবন যাত্রার মান আগের থেকে এতই উন্নত হয়েছে যে এখন আগের তুলনায় তেমন অভাব পরিলক্ষিত হয়না। তিনি বলেন, সরকারের ভুল ভ্রান্তির যেমন সমালোচনা করা যাবে,তেমনি ভালো কাজের ও প্রশংসা করতে হবে।