মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাশে থেকে সার্কিটযুক্ত একটি বোমাসাদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি উদ্ধারের পর থেকে ওই স্থানটিকে ঘিরে রেখেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে একটি বাজার করা ব্যাগে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি উদ্ধার করে পুলিশ। এসময় বোমার পাশে থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। আনছারুল ইসলাম নামের একটি সংগঠনের থেকে হাতে লেখা চিরকুট রাখা হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কেউ ব্যাগটি রেখে যেতে পারে। ধারণা করা হচ্ছে, এটি বড় ধরনের কিছু নয়। তারপরও র্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। তারা এলে বোঝা যাবে বস্তুটি আসল কি না।
চিরকুটের বিষয়ে তিনি বলেন, এটি হাতে লেখা একটি চিঠি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
-নিজস্ব প্রতিনিধি