মেহেরপুর জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকবৃন্দের সঙ্গে নবাগত জেলা প্রশাসক সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ই এপ্রিল) জেলা প্রশাসকের সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মৃধা মো.মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই নবাগত জেলা প্রশাসকের স্বাগত বক্তব্যের পর সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের সাংবাদিক তোজাম্মেল আযম, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের সাংবাদিক মাহাবুব চান্দু, জিটিভির জেলা প্রতিনিধি রফিকুল আলম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালেরকন্ঠের সাংবাদিক ইয়াদুল মোমিন, বাসসের সাংবাদিক দিলরুবা খাতুন, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা, আরটিভির সাংবাদিক মাজেদুল হক মানিক, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান সহ প্রমুখ।
এসময় জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সার্বিক সহোযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের কথা তুলে ধরা হয়।