মেহেরপুর শহরের ট্রাফিক যানজট, সামাজিক নিরাপত্তা, ব্যক্তিগত ও বাণিজ্যিক বিনিয়োগ আরো সুদৃঢ় করতে জেলা প্রশাসনের উদ্যোগে সি সি ক্যামেরা ও মনিটরিং সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সি সি ক্যামেরা ও মনিটরিং সিস্টেমের উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভার্চুয়ালি উপস্থিত থেকে সিসি ক্যামেরা ও মনিটরিং সিস্টেমের উদ্বোধন ঘোষণা করেন।
ভার্চুয়ালি আরো উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, গাংনী পৌর মেয়র আহাম্মেদ আলী প্রমুখ।
এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, পি পি পল্লব ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।