মেহেরপুরে সুর সাধনার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এই সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা আয়োজন করা হয়।
সুর সাধনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এবং সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে, সাংবাদিক ও গবেষক মোঃ আতাউর রহমানের সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অধ্যাপক মোঃ নুরুল আহমেদ সহ অনেকই।
সুর সাধনা সাংস্কৃতিক সংগঠনের শিল্পী সদস্য, ফিরোজ আহমেদ, মোছাঃ সন্ধ্যা, হাবিবা পারভীন রনি সহ অন্যান্য শিল্পীরা গান প্রিয় দর্শকদের মাঝে একে একে ঐতিহ্যবাহী গান পরিবেশন করে তাদের মুগ্ধ করে তোলে।