করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে সেনাবাহিনীর অভিযান অব্যাহত।
আজ মঙ্গলবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার আমঝুপি, চাঁদবিল, কোলার মোড় সহ মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অযথা ঘোরাফেরা কারিদের অযথা বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানান।
এ সময় আমঝুপিতে মাস্ক ব্যবহার না করায় এবং অযথা ঘোরাঘুরির কারণে কয়েক জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া সেনানিবাসে ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফকরউদ্দিন, মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, ক্যাপ্টেন আরমান প্রমুখ।