বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষ্যে মেহেরপুর জেলা রোভার বিভিন্নভাবে দিনটি পালন করেছে।
শনিবার সকালে মেহেরপুর সরকারী মহিলা কলেজে পতাকা উত্তোলনের মধ্যে দিবসের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন ও সালাম প্রদর্শনের পর একটি র্যালী মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে শুরু হয়ে মেহেরপুর প্রেক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মেহেরপুর জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর নুরুল আহমেদ এর সভাপতিত্বে এবং জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমদ উজ্জল এর সঞ্চালনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রোভারের কমিশনার ও মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভারের কোষাধ্যক্ষ এস এম রফিকুল আলম বকুল, সহকারী কমিশনার ওয়াজেদুল হক সহ জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার ও রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রফিকুল ইসলাম রোভার দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। মহামারী করোনার সময় ও দেশের বিভিন্ন দুর্যোগে রোভারদের ভুমিকার ভুয়শী প্রসংশা করেন তিনি। যে কোন দুর্যোগ ও দেশের প্রয়োজনে রোভারদের পস্তত থাকতে তিনি আহবান জানান। এছাড়া তিবি মেহেরপুর জেলা রোভারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।