মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আলম হত্যার সাথে জড়িত থাকা ২য় স্ত্রী সাফিয়া খাতুন সহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারকর রিপতি কুমার বিশ্বাস এ দণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত অন্য আসামীরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের খোকন, চন্দ্রপুর গ্রামের গ্রামের মুকুল ও আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আসাদুল।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৩১ জুলাই বলিয়ারপুর গ্রামের একটি পাট ক্ষেতে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মর্গে থাকা অবস্থায় নিহত আলমের পরিবার লাশ শনাক্ত করে। এ ঘটনায় ঐদিনই সদর থানার এস.আই শওকত আলী বাদি হয়ে ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মমলা দায়ের করেন।
মামলা তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ সেপ্টম্বর ৪ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আলমের স্ত্রীর সাথে পরকিয়ার জের ধরেই এ হত্যাকান্ড ঘটানো হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়। ১৫ জন সাক্ষির সাক্ষ্য গ্রহন শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক এ দণ্ডাদেশ প্রদান করনে। রায় ঘোষণার পর আসামীদের মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়েছে।