মেহেরপুর ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে করিমন চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার চাঁদবিল-কেদারগঞ্জ বাইপাস সড়কের হেমায়েতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত করিমন চালক চূয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের রহমউল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় মেহেরপুরের আমঝপি থেকে পাথর বোঝাই একটি ট্রাক বাইপাস সড়ক হয়ে মুজিবনগরের দিকে যাচ্ছিল। চারুলিয়া থেকে আমঝুপি কোলার মোড়ে চিকিৎসার জন্য করিমন চালক মোস্তাকিন আহমেদ বিপরীত দিক থেকে আসছিলেন। এসময় হেমায়েতপুর নামক স্থানে একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে করিমনটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং করিমন চালক মোস্তাকিন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক চালক ফয়েজ কে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
মেপ্র/ আমঝুপি প্রতিনিধি