পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলোনা তৃষ্ণার। বাড়ির মাত্র কয়েক শ গজ দুরে পাওয়ার টিলারের চাকায় স্পৃষ্ট হয়ে মূহূর্তেই নিথর হলো সে।
তৃষ্ণা মেহেরপুর জেলা প্রশাসকের গাড়ি চালক আব্দুল মোমিনের মেয়ে ও মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। আব্দুল মোমিনের বাড়ি শহরের বামনপাড়াতে।
আজ রবিবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, মোমিনের আত্মীয় পলাশ হোসেন তৃষ্ণার পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি নিয়ে আসছিলেন। মোটরাসাইেেকলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌছানো মাত্র সামনের দিক থেকে আসা একটি বাইসাইকেল পাশ দিয়ে যেতেই তার উড়না বেঁধে যায়। তৃষ্ণা এসময় মোটরাসাইকেল থেকে রাস্তার উপর পড়ে যায়। একই সময়ে একই দিকথেকে পাওয়ারটিলার যাওয়ার সময় তৃষ্ণার মাথার উপর দিয়ে চলে যায়। এতে তৃষ্ণার মাথা থেঁতলে মারাত্বক আহত হন।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।
সদর থানার ওসি শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।