মেহেরপুর সদর উপজেলার বারাদিতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বী আহম্মেদ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এবং রানা ও আলী হোসেন নামের অপর দুই কিশোর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের বারাদি পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বী আহম্মেদ রাজনগর গ্রামের আজিবার রহমানের ছেলে। এছাড়া আহত রানা হোসেন একই গ্রামের মনিরুল ইসলাম ও আলী হোসেন আনারুল ইসলামের ছেলে।
আহত রানা জানান, রাজনগর থেকে মোটরসাইকেল যোগে বারাদী বাজারে যাচ্ছিলাম। বারাদি ও রাজনগরের মাঠের মধ্যে নতুন পল্লী বিদ্যুৎ উপ কেন্দ্রের সামনে পৌছানো মাত্র পল্লী বিদ্যুতের একটি ট্রাক ডানে মোড়ে নিলে আমাদের মোটরসাইকেলটির সাথে ধাক্কা লাগে। এতে আমরা রাস্তার উপর ছিটকে পড়ে আহত হই। স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর
২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাব্বী আহম্মেদকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।