সাম্প্রতিক সময়ে মেহেরপুরে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করছে মেহেরপুর জেলা প্রশাসন।
আজ রবিবার সকাল থেকেই শুরু হয় অভিযান মেহেরপুর শহরের কলেজ মোড় ও পাবলিক লাইব্রেরী মোড়ে বসানো হয় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় চালকদের মাথায় হেলমেট না থাকার কারণে মোটরযান আইন ২০১৮ এর ৪৯ ধারা লঙ্ঘন করায় ৯২ ধারাই ৯ জনকে জরিমানার আওতায় নেওয়া হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান এবং গোলাম রাব্বানীর নেতৃত্বে এ সকল অভিযান পরিচালিত হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান জানান, সাম্প্রতিক সময়ে মেহেরপুরে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এ কারণে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে আমরা এই অভিযান চালাচ্ছি।
এছাড়াও গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার কাজ এখনো অব্যাহত রয়েছে।