মাদকদ্রব্য, মারামারি ও পাসপোর্ট আইনসহ বিভিন্ন আইনে প্রায় হাফ ডজন মামলার আসামি শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী সামিউল আজিম ওরফে রাজা (২২ ) কে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মোমিনের নেতৃত্বে এএসআই শাকিলসহ সঙ্গীয় ফোর্স সহ রবিবার বিকালের দিকে শহরের হালদারপাড়া এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ সুজনকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী সুজন শহরের বোশপাড়া এলাকার মাসুদের ছেলে।
সদর থানার এসআই মোমিন জানান, সামিউল আজিম ওরফে রাজা ও তার অপর কয়েকজন সহযোগী শহরের হালদারপাড়া এলাকাতে হেরোইন বিক্রি করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও সুজন ১০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার হন।
সামিউল আজিম ওরফে রাজর নামে এর আগেও বিভিন্ন অভিযোগে ৫ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে, (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে) নং ৩৬, তারিখ ২৩/০২/২০২, মামলা নং ২৬ তারিখ-২০/০৭/২০২০ ইং, মামলা নং ২৩, তারিখ ২৮/২২/২০১৮, পাসপোর্ট আইনের মামলা নং ৪৫ তারিখ ২৯/০৮/২১ ইং, মারমারির অভিযোগে ৪১ তারিখ-২৪/০১/২০২০ ইং।
তার নামে দায়ের হওয়া এসব মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে। ১০ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানার মামলা নং ৩৭, তারিখ ২৮/০৮/২০২২ ইং। গ্রেফতারকৃত সামিউল আজিম ওরফে রাজা আদালতে সোপর্দ করা হয়েছে।