মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা হতে হারিয়ে যাওয়া ৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন মেহেরপুর পুলিশ সুপার।
আজ রবিবার মেহেরপুর পুলিশ লাইনের গ্রেল সেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা শেষে উদ্ধারকৃত ৯টি মোবাইল মালিকদের হাতে তুলে দেন।
এসময় মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মোবাইল ফেরত প্রাপ্তদের মধ্যে গাংনীর জালশুকা গ্রামের রাকিবুল ইসলামের ভিভো ওয়াই১১, মোহাম্মদ সালাউদ্দিনের রেডমি ৮, চাঁদবিলের মোঃ রাফিউল ইসলামের গ্যালাক্সি গ্রান্ড প্রাইম, গাংনী দুর্লভপুরের আতাউর রহমানের গ্যালাক্সি জে২, মেহেরপুর পোস্ট অফিস পাড়ার জিয়াউর রহমান আকাশের শাওমি ৭, শ্যামপুরের সজিব হোসেনের ৫স্টার, শহরের মোহাম্মদ মোজাম্মেল হকের ১প্লাস ৬, গাংনীর সাব্বির আহমেদের ভিভো ১৯৩৮ এবং কালাচাঁদপুরের আলিফ মিয়ার রিয়েলমি সি১৫ পুলিশ সুপারের কাছে থেকে বুঝে নিয়েছেন।
মাসিক কল্যাণ সভায় তিন থানার ওসিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।