হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৫ টার দিকে শহরের পৌর ঈদগাহ পাথর গেটের সামনে প্রায় ২০০ পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট আহমেদ হুসাইন, ভাইস প্রেসিডেন্ট ফারহান ইশরাক, জেনারেল সেক্রেটারি সুমাইয়া শিমু, ফাইন্যান্স অফিসার আল কামা সিদ্দিকী, প্রজেক্ট অফিসার মোবারক হুসাইন, পাবলিক রিলেশন অফিসার ফারদিন ইসলাম এবং সদস্য আদিবা, দোহা, নিপুণ, জিহাদ, আলফি ও জাবাল।
সংগঠনের নেতারা জানান, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।
তারা আরও বলেন, “আমাদের সমাজের প্রতিটি মানুষের উচিত একে অপরের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্যের মধ্যে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চাই।”
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগের মধ্য দিয়ে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখা তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করলো। ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবতার কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংগঠনটি।