বাংলা সাহিত্যাঙ্গনে তিনি ধ্রুবতারা। তার বইয়ের ভাষায় কথার জাদুতে মোহিত হননি এমন বাঙালি পাঠক পাওয়া যাবে না। তিনি আর কেউ নন আমাদের কথার জাদুকর হুমায়ূন আহমেদ।
গতকাল বুধবার বাঙালির নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন পালন করেছে ‘নীল মোড়ক’ নামের পাঠক পরিবার নামের সংগঠন।
গতকাল বিকেল মেহেরপুর পৌরঈদগাহ মাঠে হুমায়ন আহমেদের জন্মদিন উপলক্ষে কবিতা আবৃতি, ছোট গল্প, গান, কুইজ প্রতিযোগিতার ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কেক কেটে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন পালন করা হয়।
এসময় লিখন, ফয়সাল আহমেদ, জামিরুল, রিপন, ফারজানা, রাজিয়া সুলতানা, লাভলী, শেমলী, তারিন, সুজন, মীম, নাদিম, সাহেদ, নয়ন, মৃদুল, রাফি, সাইফ, হিমেল, সৈকত, সাঈদ আরো বিভিন্ন পাঠক সেখানে উপস্থিত ছিল।
প্রসঙ্গত ‘নীল মোড়ক’ পাঠক পরিবার যেখানে মেহেরপুরের সকল স্তরের মানুষ বই পড়ে এবং বই নিয়ে আলোচনা করে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে বই দিয়ে আসে এবং পড়া শেষে নিয়ে আসে। নতুন নতুন পাঠক তৈরি করে চলেছে বিগত ২ বছর ধরে। এই দিনটি শ্রদ্ধা ভরে পালন করে।
-নিজস্ব প্রতিনিধি