মেহেরপুরে ৪ গ্রাম হেরোইনসহ দু-জন মাদক সেবিকে আটক করেছে সদর থানা পুলিশ। এস আই হান্নান এর নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকালে সদর উপজেলার আমদহ গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, আমদহ গ্রামের স্কুল পাড়ার শুকুর আলীর ছেলে আজমাইল (২২) ও একই গ্রামের বোর্ডপাড়ার নজর আলীর ছেলে নাজমুল (৩০)।
এ বিষয়ে এস আই হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন মাদক সেবিকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মেপ্র/এমএফআর