মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর মৌজায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করা ৭৮ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।
জানা গেছে, মনোহরপুর গ্রামের রূপচাঁদের ছেলে রবিউল দীর্ঘদিন ধরে সরকারি জমিটি দখলে রেখেছিলেন। অভিযানের সময় উপজেলা প্রশাসনের সঙ্গে ছিলেন পুলিশ, ব্যাটালিয়ন আনসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশ।
সফল অভিযানের মাধ্যমে প্রায় ১ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা হয়। জমি উদ্ধারের পরপরই সেখানে আশ্রয়ন প্রকল্পের অধীনে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, “সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”