মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় ১ মাস আগে বন্ধ করে দেওয়া হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।
মঙ্গলবার থেকে খুলে দেওয়া হলো দেশের সকল স্কুল-কলেজ। সেই ধারাবাহিকতায় মেহেরপুরেও খুলে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান।
স্কুল-কলেজ খোলায় শিক্ষার্থীদের মাঝেও এক ধরনের আনন্দের সৃষ্টি হয়েছে। মেহেরপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানই আজ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
মঙ্গলবার সকালে মেহেরপুরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, দীর্ঘ এক মাস পর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে শিক্ষার্থীদের মাঝে এক আনন্দ বিরাজ করছে।
শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরে কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে করোনার সকল বিধিনিষেধ মেনে মুখে মাস্ক পড়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে পাঠ গ্রহণ করছে।
মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের একজন ছাত্র জানান, অনেকদিন পরে স্কুলে এসে আমাদের অনেক ভালো লাগছে, এই করোনার জন্য আমাদের অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাও অনেক দিন পর স্কুলে এসে আমরা খুব আনন্দিত।
এ বিষয়ে আরেক জন শিক্ষার্থী বলেন, অনেকদিন পর আমাদের স্কুল খুলল। এখন যদি নিয়মিত ক্লাস করতে পারি আমাদের অনেক ভালো লাগবে।
এ বিষয়ে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এএসএম সাইফুল ইসলাম জানান, অনেকদিন পরে স্কুল খুললো এরজন্য আমরাও অনেক উৎফুল্ল আমাদের সাথে সাথে শিক্ষার্থীরাও উৎফুল্ল।
তারা দীর্ঘদিন ধরে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ছিলো এখন যদি নিয়মিতভাবে স্কুলটা চালানো যায় তাহলে তাদের জন্য অনেক ভালো হতো।আর যদি প্রতিদিন ক্লাস গ্রহণের ব্যবস্থা করা চায় তাহলে তাদের শিক্ষারযেই ঘাটতি টা হয়েছে তা সম্পূর্ণভাবে পূরণ করা যাবে।