মেহেরপুর জেলায় ২৩ হাজার ২৪৭টি পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ সহযোগী।
করোনা ভাইরাস মোকাবেলায় গত ২৪ তারিখ থেকে মেহেরপুরে চলছে অঘোষিত লক ডাউন।
জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কজ করছেন।
এমন অবস্থায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এজন্য জেলা প্রশাসনের উদ্যোগে তালিকা তৈরি করে এ পর্যন্ত ২৩ হাজার ২৪৭ টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও এখনো ৬০৩ মে.টন চাল ও প্রায় ৮ লক্ষ টাকা মজুদ আছে যা পরবর্তী তে কর্মহীন পরিবারের সহযোগিতায় ব্যবহার করা হবে।
সেই সাথে ৩ লক্ষ টাকা শিশু খাদ্য নিশ্চিত করার জন্য মজুদ আছে।
রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে এসব তথ্য জানান জেলা প্রশাসক আতাউল গনি।
এছাড়াও তিনি বলেন, আমাদের মেহেরপুরে প্রায় ৮ লক্ষ মানুষের বসবাস। সে অনুযায়ী প্রায় ৯২ হাজার মানুষ প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পেয়েছেন। মেহেরপুরে প্রতি ৮ জন ১ জন প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়েছেন।
মেপ্র/এমএফআর