মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মলোর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলমের সভাপতিত্বে ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি “শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফন নেছা লতা, উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমূখ। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
মেপ্র/আরএম
আরো পড়ুন –সংবাদ প্রকাশের পর বকেয়া বিদ্যুৎ বিলের কিছু টাকা পরিশোধ করলেন ইউএনও