মেহেরপুরে জেলা পর্যায়ে ৪৯ তম শীতকালিন ক্রিড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরনী করা হয়েছে। শনিবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আমান উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক আতাউল গনি।
এসময় জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি ক্রিড়া প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরুষ্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, শিক্ষা কর্মকর্তা আল-মামুন, শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমান, সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমীক সুপারভাইজার আনারুল ইসলাম।
নিজস্ব প্রতিনিধি