মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫২ জন ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করেছে সদর উপজেলা পরিষদ।
গতকাল রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই বাইসাইকেল বিতরণ করা হয়।২০২২-২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর অর্থায়নে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভাইসচেয়ারম্যান আবুল হাসেম ও মহিলা ভাইসচেয়ারম্যান লতিফন নেছা লতাসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।