মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে ১ নং খাস খতিয়ানের ৫৮ শতক সরকারি খাস জমি অবৈধভাবে দখল করেছেন প্রভাশালী গোলাম আলী।
মেহেরপুর জজকোর্টের (এপিপি) ও মেহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন জেলা প্রশাসক বরাবর এক আবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
মেহেরপুর সদর উপজেলার রামনগর মৌজার আরএস ৬০৮/৬০৯ দাগের ৫৮ শতক জমি দখলে নিয়েছেন এলাকার মৃতু আফসার আলীর ছেলে প্রভাবশালী গোলাম আলী।
স্থানীয়রা নাম না প্রকাশ শর্তে জানান গোলাম আলী এলাকার একজন বিত্তবান মানুষ। তার বাবার ও নিজের নামে মাঠে অনেক জমি জমা রয়েছে। তারপরেও গোলাম আলী সরকারি খাস জমি অবৈধভাবে দখল নিয়ে বাড়ি ও গোডাউন নির্মাণসহ করেছেন। তারা বলেন, তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনা।
গোলাম আলী জানান, এটি আমার বাপ দাদার জমি। এটা খাস হয়ে গেছে। আমি সরকারের নামে মামলা করেছি। আমি আদালতের সাথে বুঝবো। সাংবাদিক ফোন দেওয়ার কে। আপনারা ফোন দিয়ে বিরক্ত করছেন কেনো ? আপনি আর আমাকে ফোন দেবেননা।
মেহেরপুর সদর ইউএনও মো: ওবায়দুল্লাহ বলেন, এটা ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারের সাথে কথা বলবো। সরকারি খাস জমি হলে ওই জমি উদ্ধারের ব্যবস্থা করা হবে।