মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় কাথুলী বাসস্ট্যান্ডে বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য আনছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য ইলিয়াস হোসেন ও আলমগীর খান ছাতু।
এছাড়াও এসময় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুর্তি হাসান, নাহিদ আহমেদসহ ৫ নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।