৭ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর ফাঁড়ি পুলিশ।
আটক মাদক কারবারিরা হলেন, সদর উপজেলার পিরোজপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আলাহামদু (২৭) একই গ্রামের হঠাৎপাড়ার মৃতু প্রভাস বিশ্বাসের ছেলে শ্রী রবিন কুমার বিশ্বাস (৪৫) ও আব্দুস সাত্তার মোল্ল্যার ছেলে ডাবলু মোল্ল্যা (৩৫)।
গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে একই উপজেলার আশরাফপুর জামতলার মোড় নামক স্থানে ইজিবাইক চেক করে ৭ গ্রাম হেরোইনসহ ওই তিনজনকে আটক করে সাহেবপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
এসআই বিকাশ চন্দ্র বলেন, রাত ২ টার দিকে আশরাফপুর গ্রামের জামতলার মোড় নামক স্থানে টহল পুলিশের সামনে দিয়ে ইজিবাইকে চড়ে তিন মাদক কারবারি যাচ্ছিলেন। এসময় তাদের চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাদের আটক করে পকেট থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) স্বারণীর ৮(ক)/৪১ ধারায় মেহেরপুর সদর মামলা করা হয়েছে। মামলা নং ৪৯।
আটককৃত তিন মাদক কারবারিকে আজ বুধবার (৩০ আগস্ট) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।