আউট অব স্কুল চিলড্রেন কর্মসুচী এর মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে এক অবহিতকরণ কর্মশালা গতকাল বুধবার বেলা ১১ টার দিকে জুম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।
জেলা উপানুষ্ঠানিক ব্যুরোর সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করেন।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। অতিথি হিসেবে বক্তব্য রাখে মেহেরপুর জেলা উপানুষ্ঠানিক ব্যুরোর সহকারি পরিচালক মোঃ কবির আহম্মেদ মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপিল উদ্দীন।
কর্মশালায় উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অংশগ্রহণ করেন কর্মশালায় আউট অব স্কুল চিলড্রেন কর্মসুচীর বাস্তবায়ন নির্দেশিকা, জরিপ, তথ্য কালেকশন, শিক্ষক নির্বাচন, কেন্দ্র স্থাপন, বাস্তবায়ন পক্রিয়া সহ কর্মসুচীর বিভিন্ন উল্লেখযোগ্য দিন উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ।