বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কার্যালয়ে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ পালিত হয়েছে।
আজ বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১ টার সময় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রশিক্ষণ শ্রেণিকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ ফেরদৌসী বানুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোছাঃ নাসরিন আক্তার ও সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আল-মামুন ।
আলোচনা সভা শেষে শেখ রাসেল সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি, মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের আত্মার শান্তি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বাদ যোহর আনসার ক্যাম্প জামে মসজিদে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় সকল কর্মসূচিতে কর্তব্যরত ব্যতিত সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা-কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য ও তৃণমূল পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।