মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে নারী দলের সদস্যদের নিয়ে করোনা কালীন বসতবাড়ির পতিত জমিতে সবজী ও ফলমূলের চাষসহ যৌথ উদ্যোগ নিতে আলোচনা সভা করেছে মউক।
গতকাল রবিবার সকালে মউকের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম।
তিনি বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাস আমাদের সকল ক্ষেত্রে ঝুঁকি বাড়িয়েছে তথাপিও আমাদের জীবনযাত্রা থেমে থাকলে হবেনা, সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিজের বসবাসের পতিত জায়গায় শাকসবজী চাষ বাড়াতে হবে, মউক এর পক্ষ থেকে বীজ ও সার প্রদান করা হয়।
উপস্থিত সদস্যদের মধ্যে থেকে বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন সুমতি রানী, সুর্মিলা রানী, সাহেদা খাতুন ও শুলেখা খাতুন প্রমুখ। তাদের দলের অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহিনুর হোসেন বিপ্লব।