বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মউক এর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযান এর সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক”। সাবেক মেহেরপুর পৌর প্যানেল মেয়র আঃ রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী ও আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজউদ্দীন আহাম্মদ। ধারনাপত্র পাঠ করেন প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।
উন্মুক্ত আলোনায় অংশগ্রহণ করেন হাজী আজগর আলী মাষ্টার, আঃ রকিব ও শিরিন আক্তার। আলোচনার পর একটি র্যালী আমঝুপি বাজার প্রদক্ষিন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।