মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র মউকের নিজস্ব হলরুমে আলোচনা সভা ও প্রধান সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। এইড ফাউন্ডেশন এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ কর্মসূচীর আয়োজন করে।
মউকের সিনিয়র ম্যানেজার মুরাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা, শিরিন আক্তার, আব্দুল করিম।
বক্তারা “তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন এবং স্থানীয় জনগণকে আলোচনার মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে সকলকে তামাক মুক্ত পরিবার গঠনে এগিয়ে আসার আহবান জানান। সভার আগে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের পাশে এক মানববন্ধন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।