মেহেরপুর ওয়েভ ফাউন্ডেশন কতৃক পরিচালিত ইউথ এ্যাসেম্বীলির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার চকশ্যাম নগর গ্রামের ডাবলু শেখ কে চিকিৎসা ব্যয়ের জন্য বৃহস্পতিবার সকালে ৫০০০ টাকা তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
বিগত ২৪ জুলাই মেহেরপুর জেলার সদর উপজেলার চকশ্যাম নগরের ডাবলু শেখ কে পুরন্দপুর গ্রামে তার শশুড় বাড়িতে থাকা অবস্থায় কিছু মানুষ আর্তকিত হামলা চালিয়ে মারাত্বক জখম করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখা রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করে । বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো কিন্তু তার পারিবারিক অবস্থা এতটায় খারাপ যে ঔষধ কিনে খাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না । ডাবলু পেশায় একজন সেলুন র্কর্মী । এমনতো অবস্থায় মেহেরপুর ইউথ এ্যাসেম্বীলি’র যুগ্ম-আহবায়ক নাছরিন বিষয়টি জানতে পারে এবং নিজেদের উদ্দ্যেগে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেহেরপুর ইউথ এ্যসেম্বীলির উপদেষ্টা সাব্বির ও রকি এবং সংগঠনের আহবায়ক তানভির শাহরিয়ার, যুগ্ম-আহবায়ক নাছরিন সহ স্বাধীন, নাবিল, উজ্জল, শাহিবুল, অনিক, নুসরাত, শ্রাবনী, মিতু ও মিনু ।