মেহেরপুর কলেজ মোড় এলাকায় ইয়ারুল হোটেল নিয়ে গত ২২ অক্টোবর মেহেরপুর প্রতিদিনের প্রথম পাতায় সংবাদ প্রকাশিত হওয়ায় মেহেরপুর সদর আমলী আদালত এর প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ স্বপ্রণোদিত হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন।
পত্রিকায় প্রকাশিত সংবাদটি সঠিক হলে তা সাধারণ মানুষের সাথে প্রতারণনা এবং দন্ডবিধি ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে তিনি মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তাকে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২২ আগষ্ট মেহেরপুর প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় “অভিনব প্রতারনায় বিক্রি বাড়ানোর কৌশল. ইয়ারুল হোটেলের নোংরা পরিবেশ বন্ধ হয়নি” শীরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি মেহেরপুর সদর আমলী আদালত এর প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ নজরে আসলে স্বপ্রণোদিত হয়ে আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
এর আগে গত ১৭ আগষ্ট বুধবার দুপুরের দিকে মেহেরপুর নিরাপদ খাদ্য কর্মকর্তার নির্দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা শাখার কর্মকর্তা সজল আহমেদ হোটেলটিতে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেন।