মেহেরপুরের কলেজ মোড়ে দির্ঘদিন ধরে দখলে থাকা গনশৌচাগারটি অবশেষে উদ্ধার করা হয়েছে। বুধবার পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়। সেই সাথে পৌরসভার সকল পরিত্যাক্ত সম্পদ জন সাধারণের ব্যবহারের উপযোগী করে তোলা হবে।
মেহেরপুর পৌরসভার চলমান কাজ সম্পর্কে মেয়র বলেন, বসবাস যোগ্য মান সম্মত মেহেরপুর গড়ার লক্ষ্যে রাস্তা ঘাট সহ অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। অল্পদিনে মধ্যে এই চলমান কাজ শেষ হবে। যে কাজ গুলো এখনো শুরু হয়নি সে সব কাজ যেন দ্রুত শুরু হয় সে চেষ্টা চলছে।
এসময় উপস্থিত ছিলেন, টিআই-১ ইসমাইল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কার্যনির্বাহী সভাপতি সোহেল আহমেদ প্রমুখ।