করোনা ভাইরাসের কারনে সারা দেশের ন্যায় মেহেরপুরে চলছে লক ডা্উন। তার উপেহ্মাকে কেন্দ্র করে মেহেরপুরে কাঁচা বাজার ক্রেতা-বিক্রতারা মানছেনা লক ডাউন ।
কাঁচা বাজারের লক্ষ করলে দেখা যায় মেহেরপুরে কাঁচা বাজার সকাল হতে না হতে কাঁচা বাজারে বিক্রেতা ও ক্রেতার উপচে পড়া ভীর। দেখা যাই মানুষের সমগোম, তাদের মুখে নেই কোন মাক্স, নেই হাতে হ্যান্ড গ্লাভস দেখা যাইনি নিদিষ্ট কোনো দুরত্ব । গায়ে গা ঠেকিয়ে চলছে বেচা কেনার যরদার ।
এ সময় দেখা গিযেছে রিকশা, পাখি ভ্যান,অটো রিকশা, আলগামন, সহ সকল প্রকার যানবহণ।মানা হচ্ছেনা লক ডাইন চোখে পড়ে জন সাধরনের সমাগম।
কিছু লোকের সাথে কথা বলে যানা যায়, বাজারে বিভিন্ন জাইগা থেকে কৃষকরা সবজি বেচার জন্য আসে, ওই সবজি কেনার
জন্য বাজারে ভিড় করে দোকান দাররা সহ বাইরে খুরচা-পা্কইরি ক্রেতা-বিক্রতা সকালে ভীড় দেখা যায়।