বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দের জেরে বাস চলাচল বন্ধ হয়ে গেছে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে। ফলে ভোগান্তি বেড়েছে অফিস আদালত ও স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ যাত্রীদের।
আজ রোববার (২ অক্টোবর) সকাল থেকে ছেড়ে যায়নি আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো পরিবহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, গতকাল শনিবার (১ অক্টোবর) কুষ্টিয়ার এক বাস মালিকের সাথে এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। সে দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া থেকে মেহেরপুরের সকল বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া মালিক সমিতি। তবে গতকাল মেহেরপুর থেকে জেলার সীমান্ত খলিসাকুন্ডি পর্যন্ত ছেড়ে যায় মেহেরপুর আন্তজেলার বাস। ঢাকাগামী দুরপাল্লার নৈশকোচগুলোও মেহেরপুর থেকে ছেড়ে গেছে।
আজ রবিবার (২ অক্টোবর) সকাল থেকে মেহেরপুর মালিক সমিতির পক্ষ থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সকল পরিবহন বন্ধ করে দেওয়া হয়। ফলে বন্ধ রয়েছে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক হয়ে দূরপাল্লার সকল পরিবহনও।
এদিকে, অনেক যাত্রীর মেহেরপুর-কুষ্টিয়া হয়ে ঢাকা যাওয়ার টিকিট কাটা ছিলো। সকালে কাউন্টারে এসে দেখেন পরিবহন চলাচল বন্ধ। ফলে অনেকের ঢাকাতে জরুরী কাজ থাকায় সত্ত্বেও গন্তব্যস্থলে যেতে পারছেন না।