মেহেরপুর গাংনী উপজেলার করমদি গ্রামের আবুবক্কর শাহ নামের এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আ: সালাম এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ১৪ই জুন গাংনী উপজেলার করমদি গ্রামের কৃষক আবুবক্কর শাহ মাঠে কৃষি কাজ করতে যাওয়ার সময় তাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে শাহাবুদ্দিন বাদি হয়ে গাংনী থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা নং-সেশন২১/২০১১। এর মধ্যে দুজন মারা গেছেন ও একজন কে খালাস দেওয়া হয়েছে।
এই হত্যা মামলায় ৮জন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দন্ডিত আসামিরা হলেন, এনামুল হক, জাহিদুল ইসলাম, আব্দুল বারী, রমজান আলী, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন ও মিন্টু ইসলাম। তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের জেল দিয়েছে আদালত। সরকার পক্ষে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন তিনজন এ্যাড. মো: কামরুল হাসান, এ্যাড. সুধির শর্মা ও এ্যাড. আব্দুস সামাদ।
আসামি পক্ষের স্বজনরা জানান আমরা এই রাইয়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করবো।