মেহেরপুর থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক বরিশাল যাওয়ার পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের দিনদত্ত ব্রিজ নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
তাতে আহত হন গাড়ির চালক গাড়ির হেলপার ও একজন কাঁচামাল ব্যবসায়ী।
জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮ টার দিকে মেহেরপুর থেকে ছেড়ে আসা কাঁচামাল ভর্তি একটি ট্রাক রাজনগর দিনদত্ত ব্রিজের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।
তাতে আহত হয় গাড়ির চালক মীর হোসেন (৩৫) গাড়ির হেলপার রকিব হোসেন (৩৫) ও সাথে থাকা একজন কাঁচামাল ব্যবসায়ী (তাংক্ষনিক নাম পরিচয় পাওয়া যাইনি)।
স্থানীয়রা দ্রæত ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মেহেরপুরের টহল পুলিশের একটি দল ব্রীজের নিকট অবস্থান করায় তারা তাদের উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী এ আর বি কলেজের নৈশপ্রহরী বদরুল আলম জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা কাঁচা মালবোঝাই একটি ট্রাক কুষ্টিয়ার ট-১১-৩০১৩ দ্রæত চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল।
দিনদত্ত ব্রিজের নিকট পৌঁছালে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। তাতে গাড়িতে থাকা লোকজন গুরুতর আহত হয়।
টহল পুলিশের একটি দল তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে।
দুর্ঘটনা কবলিত ট্রাকটি মেহেরপুর বড়বাজারের আবির ভান্ডারের বলে জানা যায়।
-বারাদী প্রতিনিধি