মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দালালির অপরাধে ৩ দালালের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সোমবার দুপুরের দিকে হাসপাতাল চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাজাহান আলী, বাকের আলী এবং সোহাগ হোসেন নামের তিন যুবকের নিকট থেকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
শাজাহান আলী দিঘির পাড়া গ্রামের জামাত আলীর ছেলে, বাকের আলী একই এলাকার শামসুল হকের ছেলে এবং সোহাগ হোসেন দেলোয়ার হোসেনের ছেলে।
মেহেরপুর জেনারেল হাসপাতালে ভিতরে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘন করায় ওই তিন যুবকের নিকট থেকে
২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আরও কয়েকজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম, এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই আহসান হাবীব, মাহাতাব উদ্দিন, হেলাল উদ্দিন, টিএসআই সুলতানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন