মেহেরপুর জেলায় ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৬৬ জন। যশোর বোর্ডের পাশের হারের তালিকা মেহেরপুরের নামটি নিচে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা একেবারে কম না।
এদিকে জিপিএ-৫ প্রাপ্ত সকল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর কমিউনিটি ক্লাব, ঢাকা।
কোন প্রতিষ্ঠান থেকে কতজন জিপিএ-৫ পেয়েছে তার তালিকা দেওয়া হলো-
মেহেরপুর সঃ উচ্চ বিদ্যালয়- ৬৫ জন, সন্ধানী স্কুল এন্ড কলেজ- ৬১ জন, মেহেরপুর সঃ বালিকা বিদ্যালয়- ৩৭ জন, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ- ৩২ জন, জিনিয়াস ল্যাবঃ স্কুল এন্ড কলেজ- ৩০ জন।
জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়-১৪ জন, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়- ১১ জন, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়- ০৯ জন, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়- ০৯ জন, গাংনী সরকারি পাইলট গার্লস স্কুল- ০৭ জন, উজলপুর মাধ্যমিক বিদ্যালয়- ০৬ জন, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়- ০৬ জন, আমঝুপি বালিকা বিদ্যালয়- ০৫ জন।
আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, শিবপুর- ০৫ জন, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়- ০৫ জন, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়- ০৪ জন, করমদি মাধ্যমিক বিদ্যালয়- ০৪ জন, ভৈরব বালিকা বিদ্যালয়- ০৪ জন, বাদিয়াপাড়া মোহাব্বতপুর স্কুল- ০৪ জন, জয়পুর তারানগর উচ্চ বিদ্যালয়- ০৪ জন, হোগলাবড়িয়া ভরসউদ্দিন বিদ্যালয়- ০৪ জন, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়- ০৩ জন, কুতুবপুর স্কুল এন্ড কলেজ- ০৩ জন, গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়- ০২ জন, কাজিপুর মাধ্যমিক বিদ্যালয়- ০২ জন।
চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়- ০২ জন, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়- ০২ জন, তেঁতুবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়- ০২ জন, K.N.S.H. বালিকা বিদ্যালয় – ০২ জন, ধলা মাধ্যমিক বিদ্যালয়- ০২ জন, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়- ০২ জন, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়- ০২ জন, ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, শোলমারি মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, মিকোসিস মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, B.B.N মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন।
আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, J.T.S বালিকা উচ্চ বিদ্যালয়- ০১ জন, আর.বি.জি.এম মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, H.S.K মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, ধানখোলা উচ্চ বিদ্যালয়- ০১ জন, N.P মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, J.N.H.A মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, বামুন্দি নিশিপুর মাধ্যমিক বিদ্যালয়- ০১ জন, আনন্দবাস এম এম একাডেমি- ০১ জব। মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়- ০১, আনন্দবাস বালিকা বিদ্যালয়- ০১ জন
মাদ্রাসার জিপিএ-৫, দারিয়াপুর গাউসুল দাখিল মাদ্রাসা- ০২ জন, হাড়াভাঙ্গা দারুল হাদি হাজিল মাদ্রাসা- ০১ জন
মেপ্র/এমএফআর