মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের কাছে দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিদায়ী সভাপতি অ্যাড. মিয়াজান আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাড. ফরিদ আহমেদ, নবনির্বাচিত সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন। পরে নতুন কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে নতুন কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক এ কে এম জিল্লুর রহমান, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম-২, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রাসেল), কোষাধ্যক্ষ আরিফুজ্জামান, গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক এহান উদ্দিন (মনা), সদস্য রোকেয়া খুতন, সদস্য রুত শোভা মন্ডল, সদস্য শফিউল আযম খান (বকুল), সদস্য সেলিম রেজা গাজী, সদস্য ফয়সাল নাসরুল্লাহ (কনক), সদস্য বুলবুলি খাতুন, সদস্য সাইদুর রহমান (রিপন) প্রমুখ উপস্থিত ছিলেন।