পদযাত্রার নামে বিএনপি জামাতের সন্ত্রাস সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও সাধারণ জনগণের উপর হামলার প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার রাতে মেহেরপুর কমিউনিটি সেন্টার থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
সদর থানা যুবলীগের যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজুর সঞ্চালনায় মেহেরপুর জেলা যুব লীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরিফ, মেহেরপুর আইনজীবী সমিতির সদস্য এডভোকেট রাসেল, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, শহর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।