দীর্ঘ ৭ বছর পর আজ সোমবার মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ত্রি-বার্ষিক কাউন্সিকে সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আওয়ামীলীগ।
সোমবার সকাল ১০ টার সময় মেহেপুর শহীদ সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত হবে অলোচনা সভা। শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে সাজানো হয়েছে বিরাট মঞ্চ।
কাউন্সিলকে কালারফুল করতে মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-মুজিবনগর সড়কের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন তোরণ। শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়েছে রঙ বেরঙের ব্যানার ফেস্টুন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য কাজি জাফর উল্লাহ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা ও এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা এমপিসহ সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। সভাপতিত্ব করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।