মেহেরপুরে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, জনবান্ধব জনপ্রশাসন প্রতিষ্ঠা, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূতকরণ সুপারিশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে মেহেরপুর জেলা আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয়কৃষ্ণ হালদার, জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান জেলা মৎস্য অফিসার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনিরুজ্জামানসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা