কারাগারের বন্দিদের ও স্টাফদের নিয়ে যথাযথ মর্যাদায় আলাদা আলাদা ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বন্দীদের সাথে সাক্ষাতের জন্য কারাগারে আগত দর্শনার্থীদের কে ফুল দিয়ে ঈদের শুভেছা, মিস্টিমুখ ও মত বিনিময়ের আয়োজন করা হয়।
ঈদের খুশিকে ভাগাভাগি করার জন্য সকাল ও দুপুরে বন্দিদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি সকল স্টাফদের জন্য দুপুরে উন্নত খাবার পরিবেশন করা হয়।বন্দি মায়েদের সাথে থাকা শিশুদের ঈদের নতুন পোশাক প্রদান করা হয়। বন্দিদের মাঝে স্থানীয় ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেল সুপার দেবদুলাল কর্মকার। জেলার মো: নিজাম উদ্দিন।
বন্দীদের জন্য সকালে বরাদ্দ করা হয়েছে পায়েস, মুড়ি। দুপুরে পোলাও,গরু ও খাসির মাংস, মুরগির রোস্ট, মিস্টি, পান সুপারি, সালাদ। রাতে সাদা ভাত,রুই মাছ ভাজি, আলুর দম। মেহেরপুর জেলা কারাগারে মোট বন্দী রয়েছে ১৮৯ জন।