ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও যুব সমাজকে সকল প্রকার মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রাখতে বই পড়ার বিকল্প নেই । ছাত্রছাত্রী ও যুব সমাজ কে সঠিক পথে পরিচালিত করতে হলে প্রয়োজন উন্নতমানের পাঠাগার। সেই লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখে এবং গণগ্রন্থারের মান উন্নয়নের জন্য দরকার সম্মিলিত প্রয়াস। এ লক্ষ্যে মেহেরপুর জেলার বেসরকারী গণগ্রন্থাগার সমুহের উদ্যোগে জেলা কমিটি গঠন করা হয়েছে । গত ২ডিসেম্বর ২০২০ তারিখে মেহেরপুর জেলার বেসরকারী গণগ্রন্থাগার পরিষদ এর কার্যকরী পরিষদ এর কমিটি গঠন করা হয়েছে । সভায় গাংনীর তনু মনু গ্রন্থাগার এর মহিবুল আলম কে সভাপতি ও গাংনী পাবলিক লাইব্্েররীর মকলেচুর রহমান কে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে । সভায় সহ-সভাপতি হিসেবে আমঝুপী ক্লাব ও পাবলিক লাইব্রেরীর সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে মেহেরপুর পাবলিক লাইব্রেরীর খন্দকার সামসুজ্জোহার নাম অনুমোদন করা হয় ।