মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ ইমরান হাবিব, সহসভাপতি মাহমুদ হাসিবসহ চার নেতার বহিস্কারাদেশে প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।
আজ ৬এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাকি দুজন হলেন- মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল মোস্তাকিম ও গাংনীর কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মানিক।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের নিজ আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ থেকে এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিক্রিয়ায় সহসভাপতি মাহমুদ হাসিব জানান, সত্যের জয় হয়েছে। আমরা বাবার হাত ধরে আওয়ামী লীগের মিটিং মিছিলে এসেছি। আওয়ামী লীগকে বুকে লালন করে রাজনীতি করি। হাইব্রিডরা আওয়ামী লীগে এসে আমাদের বিরুদ্ধে যড়যন্ত্র করে আমাদের বহিস্কার করা হয়েছিলো। আমাদের আবেদনের প্রেক্ষিতে বর্তমান কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তদন্ত করে সত্যতা পেয়ে আমাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।