সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ও খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা বাবু সুব্রত পাল।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি বলেন, যুবলীগ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতন্দ্র প্রহরী। বাংলাদেশ আওয়ামীলীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একটি শক্তিশালী সংগঠন হিসেবে যুবলীগ কাজ করে যাচ্ছে। শেখ মনির হাত ধরে যে সংগঠন তৈরি হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকতে যুবলীগ সর্বদা প্রস্তুত। বিভিন্ন জায়গায় যুবলীগের বিভক্ত নিয়ে তিনি বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে বাবু সুব্রত পাল বলেন, দক্ষিণ এশিয়ার সব চেয়ে বড় সংগঠন যুবলীগ। যুবলীগকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে ঢেলে সাজাতে হবে। অনেক জায়গায় ১০-১৫ বছর ধরে কমিটি হয়নি। সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিটে যুবলীগকে ঢেলে সাজানো হবে।
মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম পেরেশান ও শহিদ সরফরাজ হোসেন মৃদুলের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড ডা.শামীম আল সাইফুল সোহাগ, কার্যনির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ জসিম উদ্দিন, জেমস স্বপন মল্লিক বাবু, এ্যাড মোঃ হুমায়ুন কবির, মোঃ রেজাউল ইসলাম রেজা, মোঃ জাকিরুল ইসলাম জাকির। বর্ধিত সভায় জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।